করোনাভাইরাসের কারণে গতিশীল পৃথিবীটা এখন থমকে গেছে। করোনার প্রতাপে মরুভূমির মতো অবস্থায় ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গন থেমে গেলেও থেমে নেই ক্রীড়াবিদরা। সচেতনতার সাথে নিজেদের ফিট রাখতে হোম কোয়ারেন্টাইনে থেকে জিম চালিয়ে যাচ্ছেন খেলোয়াড়রা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে টিকটিকের মাধ্যমে করা এক ভিডিওর দেখা মিললো টুইটারে। যেখানে দেখা গেল সারা দেহ ঢাকা কালো পোষাকে, পায়ে জুতো, হাতে গ্লাভস, মুখ ঢাকা রয়েছে কালো মাস্কে। দরজা দিয়ে ঢুকে তিনি দাঁড়ালেন। তার পর শুরু করলেন কসরত। প্রথমে সিট আপ এরপর একে একে জিমের বিভিন্ন যন্ত্র নিয়ে করলেন বিভিন্ন ব্যায়াম।
করোনার যখন থেমে গেছে সব তখন বাড়িতে জিম করছেন তিনি। বাড়ির ভিতর জিমে কসরতের এই ভিডিও করা হয়েছে টিকটকে। সেই ভিডিও বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তিনি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন। আর এই ক্রিকেটার হলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেল। দেখুন গেলের
করোনার কবল থেকে বাঁচতে ক্রিকেট সহ বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ ক্রিকেটার নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে কসরতের ছবি শেয়ার করেছিলেন শিখর ধাওয়ান। সেই তালিকায় নতুন সংযোজন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।