ভাইরাস মোকাবেলায় বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ১৯ মার্চ ২০২০
ভাইরাস মোকাবেলায় বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশেও দেখা দেওয়া সবধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে সরকার। খেলাধুলা বন্ধ হওয়ায় সাধারণভাবেই ক্রিকেটের হোম ভেন্যুতেও বন্ধ রয়েছে ক্রিকেটীয় সকল কার্যক্রম। তবে সংক্ষিপ্ত পরিসরে চলছে অফিসিয়াল কার্যক্রম।

সবধরনের ক্রিকেট ইভেন্ট স্থগিত করা হলেও উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ডেস্ক ভিত্তিক কাজের জন্য খোলা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ক্রীড়া সাংবাদিকরাও আসছেন বিসিবিতে।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিসিবির প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বিসিবি। প্রবেশপথে থাকা নিরাপত্তারক্ষীরা গেটেই প্রবেশকারীর দুই হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।

প্রবেশপথে থাকা নিরাপত্তারক্ষীরা জানান, মারাত্মক এ ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে কর্তৃপক্ষ সম্ভাব্য সবধরনের ব্যবস্থা নিয়েছে। জরুরি কাজে যারা বিসিবিতে আসবেন তাদের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের নির্দেশনা দেয়া হয়েছে।

তারা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নিরাপদে এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। ফলে আমরাও সকল নির্দেশ পালন করছি।

এদিকে বুধবার (১৮ মার্চ) মিরপুর একাডেমি প্রাঙ্গণে কয়েকজন শীর্ষ ক্রিকেটারকে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যায়। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মাদ মিথুন বলেন, ‘যেহেতু এখন কোনো খেলা নেই তাই আমরা নিজেদের ফিটনেসের প্রতি নজর দিচ্ছি এবং ভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা বাসায় ও জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করছি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত যাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

ভারত যাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

পূর্ব পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক

পূর্ব পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক

কোয়ারেন্টাইনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

কোয়ারেন্টাইনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত