করোনাভাইরাসে কারণে থেমে গেছে ক্রীড়াজগত। ইতোমধ্যে ক্রীড়াজগতের অনেকেই আক্রান্ত হয়েছেন। এবার করোনাভাইরাসের থাবায় আক্রান্ত হলেন জাপান অলিম্পিক কমিটির ডেপুটি প্রধান কোজো তাসিমা। এক বিবৃতিতে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
তাসিমা বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় আমার রিপোর্টটি পজিটিভ এসেছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই বিবৃতি দেন তিনি। কারণ জাপান ফুটবলের প্রধান এই তাসিমা। গ্রীষ্মকালীন গেমসে টোকিও নিরাপদ কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
তাসিমা আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ব্যবসায়িক সফরে ছিলেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সাধারন সভায় অংশ নিতে প্রথমে বেলফাস্টে যান। ২ মার্চ, ২০২৩ সালের মহিলা বিশ্বকাপের জন্য জাপান আগ্রহী তা উপস্থাপন করতে উয়েফার বৈঠকের জন্য আমস্টারডাম সফর করেছিলেন তিনি। ৩ মার্চ উয়েফার একটি সাধারন সভায়ও অংশ নেন তাসিমা।
বিবৃতিতে তাসিমা বলেন, ‘মার্চের শুরুতে আমস্টারডাম ও ইউরোপে করোনাভাইরাসের নিয়ে এখনকার মত এতটা শঙ্কিত ছিল না। সকলেই আলিঙ্গন, করমর্দন ও গালে চুম্বন করেছে।’
পরবর্তীতে জাপান মহিলা দলর খেলা দেখতে আমেরিকা সফর করেছিলেন তাসিমা। ৮ মার্চ নিজ দেশে ফিরে আসেন তিনি।