করোনাভাইরাসের প্রভাব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বেশ শক্তিশালীভাবেই বিস্তার লাভ করেছে। ক্রিকেট-ফুটবল-বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলার ইভেন্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে। সর্বশেষ এ ভাইরাসের কারণে পিছিয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ইউরো ২০২০। তবে প্রাণঘাতি এ ভাইরাসের মাঝেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন অলিম্পিক-২০২০ এর আয়োজকরা।
সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (১৭ মার্চ) বৈঠকে বসেছিলেন টোকিও ২০২০ অলিম্পিক আয়োজক সদস্যরা। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, করোনভাইরাসের হুমকি সত্ত্বে পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ২৬ মার্চ (বৃহস্পতিবার) তারা মশাল নিয়ে এগিয়ে যাবেন।
তবে আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুটো বলেছেন, ঝুঁকি কমাতে স্থানীয় সরকারের স্বাগত অনুষ্ঠানসহ খেলাধুলো সম্পর্কিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হবে। দর্শকরা ফুকুশিমায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না এবং যারা অসুস্থ বোধ করছেন তাদের মশাল দৌড়ে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
জানানো হয়, ২৬ মার্চ (বৃহস্পতিবার) জাপানের কর্মকর্তারা দর্শকবিহীন একটি মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া দ্রুত বর্ধনশীল করোনাভাইরাসের মহামারি সত্ত্বেও জাপান ২৪ জুলাই শুরু হতে যাওয়া এ বছরের অলিম্পিক গেমস বিলম্ব বা বাতিল করবে না।
বলা হয়, টোকিও অলিম্পিকের এখনও চার মাস বাকি আছে। সেক্ষেত্রে আয়োজকরা বিশ্বাস করছে যে, বিশ্বব্যাপী এ মহামারি কাটিয়ে উঠতে পারবেন এবং নির্ধারিত সময়ে অলিম্পিকের আয়োজন করা সম্ভব হবে।
এদিকে জাপান অলিম্পিক কমিটির ডেপুটি প্রধান কোজো তাসিমা নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে গ্রীষ্মকালীন গেমসে টোকিও নিরাপদ কি-না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।