সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট সিরিজ খেলতে আসেননি জিম্বাবুয়ের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে তার দল মাঠে নামার প্রথম দিনই পেলেন সুসংবাদ। প্রথমবারের মত সন্তানের বাবা হয়েছেন তিনি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন উইলিয়ামসের স্ত্রী। শন উইলিয়ামস দম্পতির এটি প্রথম সন্তান। অর্থাৎ প্রথম সন্তানেই কন্যার বাবা হলেন উইলিয়ামস।
প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়া উপলক্ষে বাংলাদেশ সফরে টেস্ট খেলতে আসেননি উইলয়ামস। তার পরিবর্তে মিরপুরে শুরু হওয়া টেস্টে অধিনায়কত্ব করছেন ক্রেইগ আরভিন। শনিবার প্রথম দিনই সেঞ্চুরি করে ১০৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন আরভিন।
সিরিজের একমাত্র টেস্ট না খেললেও বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন শন উইলিয়ামস। সিলেটে ১ মার্চ (রোববার) থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ৯ মার্চ (সোমবার) থেকে ঢাকায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।