চলতি মাসের (ফেব্রুয়ারি) শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ঘরের মাঠে এ ম্যাচে খেলছেন না সৌম্য সরকার।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছুটি নিয়েছেন সৌম্য। আর এ ছুটির একমাত্র কারণ, নতুন জীবনে পা রাখছেন এ টাইগার। বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।
বিয়ের দিনক্ষণ প্রকাশ না করলেও ২৬ বা ২৭ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। যেখানে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়ে রেখেছেন সৌম্য।
সৌম্যর ছুটির বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, রাওয়ালপিন্ডি টেস্টের ১৪ জনের দল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য বাধ্য হয়েই সৌম্য সরকারকে বাইরে রাখা হচ্ছে। কারণ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি। ওই সময়েই সৌম্য সরকারের বিয়ে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তার ছুটি রয়েছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি (শনিবার) মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। এদিকে সৌম্য খেলছেন না এটা নিশ্চিত হলেও তার পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা এখনো নিশ্চিত করেনি বোর্ড।