মুজিব বর্ষ : বর্ষপঞ্জি প্রকাশ করলো জাতীয় ক্রীড়া পরিষদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০
মুজিব বর্ষ : বর্ষপঞ্জি প্রকাশ করলো জাতীয় ক্রীড়া পরিষদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করার লক্ষ্যে ‘মুজিববর্ষ ২০২০ বর্ষপঞ্জির’ মোড়ক উন্মোচন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির জন্য ২০২০ সাল অত্যন্ত আনন্দের ও গৌরবের। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর এটি। বছরটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১০০টি ক্রীড়া ইভেন্ট আয়োজন করছি। আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন করব। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকা ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’র স্বীকৃতি লাভ করেছে। গত বছরের ২৫ ডিসেম্বর ওআইসি আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি প্রদান করে। যার মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা সারা বিশ্বের কাছে নতুনভাবে উপস্থাপন করতে পারব।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। তিনি বলেন, ‘২০২০ সালটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের। দেশ আজ উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। একই ধারায় এগিয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমরা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চাই।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বর্ষ পঞ্জিটিকে আলাদা বৈশিষ্টের উল্লেখ করে বলেন, ‘যেহেতু মুজিববর্ষে ক্রীড়াঙ্গনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ এই বিশেষ পঞ্জি প্রকাশ করেছে। এটি অন্যান্য বর্ষপঞ্জির চেয়ে ব্যতিক্রম।’

তিনি বলেন, ‘গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত মনোগ্রাম। একপাশে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার পরবর্তী আবয়বের দৃশ্য। বিভিন্ন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়ামের দ্বিতীয় পর্বে নির্মিতব্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নতুন কাঠামোর ছবি। সেই সঙ্গে দেশের জন্য সুনাম বইয়ে আনা নারী ফুটবল দল ও প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সফল তীরন্দাজ রোমান সানার ছবি।’

ক্রীড়া পরিষদ সচিব আরও বলেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে। তাই ওই স্টেডিয়ামের ছবিও যুক্ত করা হয়েছে মুজিব বর্ষের এই ঐতিহাসিক ক্রীড়াপঞ্জিতে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

সৌরভকে টপকে গেলেন কোহলি

সৌরভকে টপকে গেলেন কোহলি

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

ল্যান্স নায়েক হলেন আরচার রোমান সানা

ল্যান্স নায়েক হলেন আরচার রোমান সানা

৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস

৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস