যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা কবি ব্রায়ান্ট (৪১) ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন। একই সঙ্গে কোবি ব্রায়ান্টের সঙ্গে থাকা তার ১৩ বছর বয়সী মেয়ে গায়ানা মারিয়াসহ আরও ৮ জন নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সবাই নিহত হন।
ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা সাড়া দিলেও হেলিকপ্টারে থাকা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তাও জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
ব্রায়ান্টকে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। লেকারসের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে ১৮ বার অলস্টার টিমে জায়গা করে নিয়েছিলেন তিনি। পাঁচবার ৫ বার জিতেছেন এনবিএ চ্যাম্পিয়নশিপ।
লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন তিনি। ২০১৬ সালের এপ্রিলে অবসরে যান ব্রায়ান্ট। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য একাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিলেন তিনি।
হঠাৎ এমন দুর্ঘটনায় বাস্কেটবল তারকা কবি ব্রায়ান্টকে হারিয়ে গোটা ক্রীড়া জগতে শোকের ছায়া নেগে গেছে। ক্রিকেট ফুটবল টেনিস বাস্কেটবল থেকে শুরু করে সকল ক্রীড়া তারকারা তার এমন মৃত্যুতে শোক প্রকাশ করছেন।