প্রধানমন্ত্রীর রান্না করা খাবার পেয়ে ‘সপ্তাকাশে’ সাকিব দম্পতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২০
প্রধানমন্ত্রীর রান্না করা খাবার পেয়ে ‘সপ্তাকাশে’ সাকিব দম্পতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে রান্না করা খাবার উপহার পেয়ে সপ্তাকাশে বাংলাদেশের বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে ভক্তদের না জানানোর লোভ সামলাতে পারেননি সাকিব দম্পতি।

নিজেদের ফেসবুক পেইজে রোববার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্না করা খাবারের ছবি আপলোড করতে ভুল করেননি সাকিব দম্পতি। আলাদা আলাদা ফেসবুক পেইজে একই ধরনের ছবি পোস্ট করে আলাদা আলাদা ক্যাপশনও লিখেছেন তারা।

সাকিব তার ক্যাপশনে লিখেছেন, ‘এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ সম্ভবত আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভালোবাসা পেয়ে আমি সত্যিই নির্বাক। তার নিজের হাতে রান্না করা খাবার খাওয়ার সৌভাগ্য হলো আমার। তিনি আজ (রোববার) সকালে খাবারগুলো রান্না করে আমার বাসায় পাঠিয়েছেন।’

‘গতকাল (শনিবার) আমার স্ত্রী (উম্মে আহমেদ শিশির) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময়, নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। তাই আজ (রোববার) প্রধানমন্ত্রী নিজে এগুলো রান্না করে পাঠালেন। তার কাছ থেকে এমন ভালোবাসা আমি সত্যিই ভুলতে পারব না। আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে। আমরা সত্যিই অনেক বেশি ভাগ্যবান।’

বিশ্বের সাবেক এক নম্বর অল রাউন্ডার সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ও স্ত্রীর তোলা ছবিও পোস্ট করেছেন। সাকিবপত্নী শিশিরও ছবি আপলোড করে ক্যাপশন লিখেছেন।

তিনি লিখেন, ‘এর চেয়ে বেশি ভাগ্যবান হওয়া সম্ভব নয়! নিজের ইচ্ছাপূরণের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্ত সময়ের মাঝেই নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন।’

‘গতকাল (শনিাবর) তার সঙ্গে দেখা করার সময় জিজ্ঞেস করেছিলেন, আমার পছন্দের খাবার কি? তখন উত্তর শুনে বলেছিলেন, তিনি এগুলো নিজ হাতে রান্না করে আমাদের কাছে পাঠাবেন। আমি সত্যিই সপ্তাকাশে অবস্থান করছি এখন! জীবনের শ্রেষ্ঠতম মধ্যাহ্নভোজ হলো। প্রধানমন্ত্রীর এমন ভালোবাসার বিপরীতে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই আমার।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটে না থাকলেও কর্পোরেট ব্যস্ততায় সাকিব

ক্রিকেটে না থাকলেও কর্পোরেট ব্যস্ততায় সাকিব

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

ধোনির নেতৃত্বে ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিব

ধোনির নেতৃত্বে ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিব

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব