মিরপুরস্থ সুইমিং কমপ্লেক্সের সংস্কার কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন।
দুই বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদ সুইমিং কমপ্লেক্সটির ব্যাপক সংষ্কারের কাজ হাতে নিয়েছিল। ডিসেম্বর মাসেই সংষ্কারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। সংষ্কার কাজের অন্যতম ছিল নতুন স্কোরবোর্ড সংযোজন।
এলইডি স্কোরবোর্ড সংযোজন ছাড়াও সংষ্কার কাজের মধ্যে ছিল হোস্টেল ৪ তলা থেকে আরও দুই তলা পর্যন্ত বাড়ানো, লিফট স্থাপন, ভিভিআইপি বক্স তৈরি, পুলের পুরোনো টাইলস পরিবর্তন করে নতুন টাইলস লাগনো, ওয়াটার ক্যামেরা প্রতিস্থাপন। এছাড়া গ্যালারিতেও বসেছে নতুন শেড।
ইলেকট্রনিক্স স্কোরবোর্ডসহ পুরো সংষ্কার কাজে ব্যয় হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা। ১৯৯৩ সালে ঢাকা এসএ গেমসকে সামনে রেখে এ সুইমিং কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছিল।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া পতিমন্ত্রী বলেন, ‘নতুন স্কোরবোর্ড স্থাপনের দাবি সাঁতারুদের পক্ষ থেকে দীর্ঘদিন যাবতই করা হচ্ছিল। এ ব্যপারে ফেডারেশনেরও একটা তাগাদা ছিল। অবশেষে নতুনভাবে সুইমিং কমপ্লেক্সটি সংষ্কার করে সেই দাবি পূরণ করা হয়েছে।’
উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে নৌবাহিনী প্রধান ও ফেডারেশন সভাপতি রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ সাঁতার ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।