বিজয় দিবস উপলক্ষে শুরু হলো বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট ২০১৯। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় বিজয় দিবস উপলক্ষে এ ক্যারম টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাহমুদুল হাসান শামীন। প্রায় ৫০ জন নারী-পুরুষের অংশ গ্রহণে টুর্নামেন্ট শেষ হবে শনিবার ((২৮ ডিসেম্বর)।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বাংলাদেশের ক্যারমকে বিশ্বের শীর্ষে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আইসিএফ কাপে বাংলাদেশ দলের সাফল্যের কথা উল্লেখ করে সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ক্যারম ফেডারেশন সভাপতি আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।