জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

মহান বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকার পেছনের গল্প শোনালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। একই সাথে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে মুশফিক লিখেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের অনেকেই হয়তো আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকাটির পেছনের গল্প সম্পর্কে জানি না। এ বছর আমি এটা সবাইকে জানাতে চাই।’

‘সবুজের মাঝে লাল বৃত্তটা খানিক বাঁ-দিকে সরিয়ে রাখা হয়েছে, যাতে করে পতাকা ওড়ার সময় এটিকে মাঝামাঝি মনে হয়। এটা বাংলার উদীয়মান সবুজ সূর্য এবং ১৯৭১ সালে আমাদের সূর্যসন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রঙ দিয়ে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা বোঝানো হয়। আমরা এ পতাকা গর্বের সাথে বহন করি।’

‘১৬ ডিসেম্বর- এ দিনের পাওয়া বিজয়ের আমাদের আরও অনেক বিজয়ের দরজা খুলে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও স্যালুট। আপনাদের কখনো ভুলবো না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

রফিকের ব্যাটিং নৈপুণ্যে জুয়েল একাদশকে হারালো মুশতাক একাদশ

রফিকের ব্যাটিং নৈপুণ্যে জুয়েল একাদশকে হারালো মুশতাক একাদশ

বিজয় দিবসে মাঠেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিজয়োৎসব

বিজয় দিবসে মাঠেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিজয়োৎসব

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে

বিপিএলে বিসিবির দৃষ্টি লেগ স্পিনারে