সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯
সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

নেপালে ১৩তম এসএ গেমসের আরচ্যারি ইভেন্টে ১০টির সবক’টিতেই স্বর্ণপদক জয় করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। পোখারা স্টেডিয়ামে সোমবার আরও চারটি স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের আরচ্যাররা।

একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রোববার (৮ ডিসেম্বর) ছয়টি স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ। সব মিলে এই ইভেন্ট থেকে বাংলাদেশের সংগৃহীত স্বর্ণপদক সংখ্যা দাঁড়িয়েছে ১০টি। এ নিয়ে চলতি গেমস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মোট স্বর্ণ পদক সংখ্যা হলো ১৯টি।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের সূচনা করেন তীরন্দাজ সোমা বিশ্বাস ও সোহেল রানা। দু’জনই কম্পাউন্ডের একক ইভেন্ট থেকে স্বর্ণ জয় করেন। মহিলা বিভাগে সোমা শ্রীলঙ্কার অনুরাধা করুনারত্নেকে ১৪২-১৩৪ পয়েন্টে এবং পুরুষ বিভাগে সোহেল ভুটানের তানদিন দর্জিকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেন।

এরপর নারীদের রিকার্ভ এককে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস গড়ার উৎসবে যোগ দেন ১৪ বছর বয়সী ইতি খাতুন। রোববারও নারীদের রিকর্ভ ইভেন্টে দলগত মিশ্র বিভাগে স্বর্ণ জয় করেছিলেন ইতি।

আরচ্যারি থেকে বাংলাদেশের শেষ স্বর্ণপদকটি জয় করেন দেশ সেরা তীরন্দাজ রোমান সানা। পুরুষ রিকার্ভের একক ইভেন্টের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে পাত্তাই দেননি তিনি। স্বর্ণ জয় করেন ৭-১ সেট পয়েন্টে হারিয়ে।

রোববার থেকেই পোখারার সংস্কারকৃত স্টেডিয়ামটি হয়ে উঠে এসএ গেমসে বাংলাদেশ দলের সবচেয়ে সফল ভেন্যুতে। স্টেডিয়ামটি পরিণত হয় বাংলাদেশের জন্য সোনার খনিতে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টাইগারদের অনিশ্চিত সফরে পাকিস্তানের নতুন প্রস্তাব

টাইগারদের অনিশ্চিত সফরে পাকিস্তানের নতুন প্রস্তাব

মেয়েদের পর এবার এলো ছেলেদের স্বর্ণ

মেয়েদের পর এবার এলো ছেলেদের স্বর্ণ

আবারও স্বর্ণ উপহার দিলেন মাবিয়া

আবারও স্বর্ণ উপহার দিলেন মাবিয়া