নেপালে চলমান ১৩তম এসএ গেমসের আরচ্যারি ডিসিপ্লিনের ১০ ইভেন্টের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। পুরুষদের রিকার্ভ এককের সেমিফাইনালে বাংলাদেশের কৃতি আরচ্যার রোমান সানা ৬-২ সেট পয়েন্টে স্বদেশী মোহাম্মদ তামিমুল ইসলামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে ভুটানের শারিং কিনলের মোকাবেলা করবেন তিনি।
মহিলাদের রিকার্ভ এককের সেমিফাইনালে মোসাম্মৎ ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে ভুটানের কর্মকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে তিনি ভুটানের সোনাম দিমার মোকাবেলা করবেন।
পুরুষ কম্পাউন্ড এককের সেমিফাইনালে মো. সোহেল রানা ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে নিজ দেশের অসীম কুমার দাসকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছেন। ফাইনালে তিনি ভুটানের তানদিন দোর্জির মোকাবেলা করবেন।
মহিলা এককের সেমিফাইনালে বাংলাদেশের সুমা বিশ্বাস ১৪১-১৩৭ স্কোরের ব্যবধানে শ্রীলঙ্কার দামায়ান্থি থাকসিলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে তিনি শ্রীলঙ্কার করুনারত্নে অনুরাধাকে মোকাবেলা করবেন।
এছাড়া পুরুষদের দলগত রিকার্ভের সেমিফাইনালে বাংলাদেশ (মো: রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে। মহিলাদের দলগত সেমি-ফাইনালে বাংলাদেশ (মোসাম্মৎ ইতি খাতুন মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে পরাজিত করে ফাইনালে স্থান করে নিয়েছে।
রিকার্ভ মিশ্র দলগত সেমিফাইনালে বাংলাদেশ (মো: রোমান সানা ও মোসাম্মৎ ইতি খাতুন) ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে। এদিন কম্পাউন্ড পুরুষ দলগত সেমিফাইনালে বাংলাদেশ (মো. সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামান) ২২৪-২১৫ স্কোরের ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।