সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্তের হাতে আবারও উঠলো সোনার পদক। এসএ গেমসের গত আসরের সোনাজয়ী মাবিয়া প্রত্যাশা অনুযায়ী ভারোত্তোলনে এবারও সোনা জিতেছেন। গত আসরে সোনাজয়ের পর তার আনন্দাশ্রু আবেগে ভেসেছিল দেশ।
শনিবার (৭ ডিসেম্বর) মেয়েদের ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেন মাবিয়া। স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হন তিনি।
শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবীকে পেছনে ফেলে তিনি এ স্বর্ণ জয় করেন। স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজিসহ প্রিয়ান্থি মোট তুলেছেন ১৮৪ কেজি ওজন। স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি সহ মোট ১৭২ কেজি ওজন তুলেছেন তারা দেবী।
২০১৬ সালে শিলং-গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলে সোনা জিতেছিলেন মাবিয়া।
সোনা জয়ের পর তার কান্নার ভিডিও ছড়িয়ে পড়লে দেশের ক্রিয়াপ্রেমিদের মাঝে তা বেশ আলোড়ন তৈরি করে। এবার তার কাছে সোনা জয়ের প্রত্যাশা ছিল, আর সেই প্রত্যাশা পূরণ করলেন মাবিয়া।