কারাতে কেরামতি, বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯
কারাতে কেরামতি, বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) তৃতীয় দিনের (মঙ্গলবার) শুরুতেই তিনটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। তিনটি স্বর্ণই এসেছে কারাতে ইভেন্ট থেকে। দুটি ইভেন্টে ফাইনালে পাকিস্তানকে হারিয়েছেন বাংলাদেশের কারাতেকারা। বাকিটা স্বাগতিক নেপালকে হারিয়ে।

এসএ গেমসে তৃতীয় দিনের প্রথমভাগেই কারাতে ইভেন্টে বাজিমাত করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এখন পর্যন্ত চারটি স্বর্ণের মধ্যে তিনটি স্বর্ণ পদক জিতেছেন কারাতেকারা।

মঙ্গলবার মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার প্রিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা আক্তার অন্তরা শেফা। এর আগে সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেছেন দিপু চাকমা। এছাড়া চলমান এসএ গেমসে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা। এবার তিনি জিতলেন স্বর্ণ পদক।

মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় স্বর্ণ পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।

এছাড়া সকালে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ এনে দেন মারজানা আক্তার পিয়া। সেমিফাইনালে তিনি নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়েছিলেন।

এর আগে দিনের প্রথম স্বর্ণ জিতেছেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন ইসলাম। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে অনূর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য অর্জন করেন তিনি।

ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) আসরের দ্বিতীয় দিন এসএ গেমসে প্রথম স্বর্ণ পদক অর্জন করে বাংলাদেশ। প্রথম স্বর্ণ উপহার দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে লাল-সবুজের পতাকা উড়ান রাঙামাটির দিপু।



শেয়ার করুন :


আরও পড়ুন

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

এসএ গেমসে সোনা জিতলে ৬ লাখ, রুপায় ৩ লাখ টাকা পুরস্কার

এসএ গেমসে সোনা জিতলে ৬ লাখ, রুপায় ৩ লাখ টাকা পুরস্কার

বর্ণিল আয়োজনে পর্দা উঠল এসএ গেমসের

বর্ণিল আয়োজনে পর্দা উঠল এসএ গেমসের