সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা।তায়কোয়ান্দোতে ২৯+ পোমসে ইভেন্টে সোনার পদক জিতেছেন তিনি।
সোমবার (২ ডিসেম্বর) কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় দল পদক এবং প্রথম সোনার পদক এনে দেন দিপু। এর আগে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ইভেন্টে মেয়েদের এককে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
সোমবার সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অন্তরা। কিছু পরেই ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।
মেয়েদের এ ইভেন্টে সোনা গেছে পাকিস্তান, আর রুপা স্বাগতিক নেপালের ঘরে।
এর আগে রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর নবনির্মিত দশরথ স্টেডিয়ামে বর্নিল অনুষ্ঠানমালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাত দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে আয়োজিত এ এসএ গেমস।
অংশগ্রহণকারী অ্যাথলেটদের মার্চপাস্টের মধ্য দিয়ে শুরু হওয়া মূল অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয় নেপালের সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়টিও উপস্থাপিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় সার্কভুক্ত সাত দেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যও ফুটিয়ে তোলা হয়।
বাংলাদেশের অ্যাথলেটদের মার্চপাস্ট দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বাংলাদেশের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর ছোট্ট জাতীয় পতাকা নিয়ে সবার আগে দল নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর একে একে মাঠে প্রবেশ করে অংশগ্রহনকারী বাকি দেশের অ্যাথলেটরা। এরপর মাঠে আসে ১৩তম এসএ গেমসের মাসকাট ‘ক্রিষ্ণাসার’।
১০ দিনের এ আঞ্চলিক গেমেসের ২৬টি ডিসিপ্লিনের প্রতিযোগিতায় ৩২৫০ অ্যাথলেট সহ সর্বমোট ৫০০০ হাজার প্রতিনিধি যোগ দিয়েছে। যেখানে সর্বাধিক অ্যাথলেট অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল থেকে। তারাই একমাত্র দেশ যারা সবক’টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে।