এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৯
এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

নেপালে অনুষ্ঠিত ১৩তম এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক উপহার দিলেন হোমায়রা আক্তার অন্তরা। সোমবার কারাতে ইভেন্টে মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন তিনি।

এ ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তান এবং রূপা ঘরে তুলেছে নেপাল। একই ইভেন্টের পুরুষ এককেও ব্রোঞ্জ জিতেছেন দেশের হাসান খান সান।

এর আগে রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর নবনির্মিত দশরথ স্টেডিয়ামে বর্নিল অনুষ্ঠানমালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাত দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে আয়োজিত এ এসএ গেমস।

অংশগ্রহণকারী অ্যাথলেটদের মার্চপাস্টের মধ্য দিয়ে শুরু হওয়া মূল অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয় নেপালের সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়টিও উপস্থাপিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় সার্কভুক্ত সাত দেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যও ফুটিয়ে তোলা হয়।

বাংলাদেশের অ্যাথলেটদের মার্চপাস্ট দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বাংলাদেশের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর ছোট্ট জাতীয় পতাকা নিয়ে সবার আগে দল নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর একে একে মাঠে প্রবেশ করে অংশগ্রহনকারী বাকি দেশের অ্যাথলেটরা। এরপর মাঠে আসে ১৩তম এসএ গেমসের মাসকাট ‘ক্রিষ্ণাসার’।

১০ দিনের এ আঞ্চলিক গেমেসের ২৬টি ডিসিপ্লিনের প্রতিযোগিতায় ৩২৫০ অ্যাথলেট সহ সর্বমোট ৫০০০ হাজার প্রতিনিধি যোগ দিয়েছে। যেখানে সর্বাধিক অ্যাথলেট অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল থেকে। তারাই একমাত্র দেশ যারা সবক’টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণিল আয়োজনে পর্দা উঠল এসএ গেমসের

বর্ণিল আয়োজনে পর্দা উঠল এসএ গেমসের

সৌম্য-শান্তকে নিয়ে এসএ গেমসে যাচ্ছে বাংলাদেশ

সৌম্য-শান্তকে নিয়ে এসএ গেমসে যাচ্ছে বাংলাদেশ

এসএ গেমসে সোনা জিতলে ৬ লাখ, রুপায় ৩ লাখ টাকা পুরস্কার

এসএ গেমসে সোনা জিতলে ৬ লাখ, রুপায় ৩ লাখ টাকা পুরস্কার

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন