দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) অংশ নেওয়া অ্যাথলেট ও ফেডারেশনগুলোর জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্যক্তিগত ও দলগত বিভাগে সফল হওয়া অ্যাথলেটদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে ভালো করা ফেডারেশনগুলোও এ পুরস্কারের অংশীদার হবে।
১ ডিসেম্বর নেপালের কাঠমাণ্ডু ও পোখারায় শুরু হবে এসএ গেমসের ১৩তম আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে বাংলাদেশ।
বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ান গেমসে অংশ নেওয়া অ্যাথলেট ও ফেডারেশন পরিদর্শন ও মতবিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ পুরস্কারের ঘোষণা দেন।
তিনি বলেন, ২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে যারা ভালো পারফরম করবে, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেড় কোটি টাকা তাদের জন্য রাখা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ীকে ৬ লাখ, রুপাজয়ীকে ৩ লাখ ও ব্রোঞ্জজয়ীকে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। এসব উপহার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেওয়া হবে।
ব্যক্তিগত ছাড়াও দলগত ইভেন্টে সোনাজয়ী দলের প্রত্যেক অ্যাথলেটকে ১ লাখ, রুপাজয়ীকে ৫০ হাজার ও ব্রোঞ্জজয়ীকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল।