প্রথম দিনেই ভারত ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম দিনেই ভারত ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নেপালের কাঠমান্ডু ও পোখারায় ১-১০ ডিসেম্বর শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান দেশগুলোর সবচেয়ে বড় ক্রীড়া আসর ১৩তম এসএ গেমস। এবার ১৭টি ভেন্যুতে ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টি ইভেন্টে।

এসএ গেমসে অংশ নিতে রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের ৪০ সদস্যের জাতীয় হ্যান্ডবল দল দেশ ত্যাগ করবেন। বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগে অংশ নেবে। পুরুষ ও নারী বিভাগের অধিনায়ক মনোনীত হয়েছেন যথাক্রমে সোহেল রানা ও শিল্পী আখতার।

গেসমের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হ্যান্ডবল পোখারায় শুরু হবে ৪ ডিসেম্বর (বুধবার) এবং শেষ হবে ৯ ডিসেম্বর (সোমবার)। পোখারার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে উভয় বিভাগে ৬টি দেশ অংশ নিচ্ছে। ইতোমধ্যেই পুরুষ ও নারী বিভাগের গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত হয়েছে।

পুরুষ বিভাগে পুল ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের স্বর্ণজয়ী ভারত ও মালদ্বীপ। এ বিভাগের পুল ‘বি’তে আছে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অন্যদিকে নারী বিভাগে পুল ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা। পুল ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান মালদ্বীপ।

প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশের দুটি দল। পুরুষ বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নারীরা খেলবে নেপালের বিপক্ষে। ৫ ডিসেম্বর পুরুষ দল গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। পরের দিন নারীরা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

৭ ডিসেম্বর দুই বিভাগের উভয় গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৯ ডিসেম্বর তৃতীয়/চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচের পর উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৬ সালে ভারতের গৌহাটিত ও শিলংয়ে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে হ্যান্ডবলে বাংলাদেশ নারী দল রৌপ্য ও পুরুষ দল ব্রোঞ্জ পদক লাভ করেছিল।



শেয়ার করুন :


আরও পড়ুন

১৪তম স্থানে রোমান সানা

১৪তম স্থানে রোমান সানা

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

এশিয়ান আরচ্যারিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ

এশিয়ান আরচ্যারিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন