এশিয়ান আরচ্যারিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৯
এশিয়ান আরচ্যারিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে চলমান ২১তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশীপে পুরুষদের দলগত রিকার্ভ ইভেন্টে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে হেরে গেছে বাংলাদেশ দল।

৫-১ সেটে হেরে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে মো. রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গঠিত বাংলাদেশ আরচ্যারি দল। এর আগে চতুর্থ দিনে আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) ভিয়েতনামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশের তীরন্দাজ দল।

মহিলাদের দলগত রিকার্ভে চাইনিজ তাইপের কাছে ৫-১ সেটে হেরে গেছে মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায় ও মোসাম্মৎ ইতি খাতুনকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ২৩০-২২৭ স্কোরের ব্যবধানে হেরে যায় অসীম কুমার দাস, মো. সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে গড়া দল বাংলাদেশ।

এছাড়া মহিলাদের দলগত কম্পাউন্ডে ফিলিপাইনের কাছে ২১৮-২১৭ স্কোরের ব্যবধানে হেরে যায় সুস্মিতা বনিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়কে নিয়ে গঠিত বাংলাদেশ দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

১৪তম স্থানে রোমান সানা

১৪তম স্থানে রোমান সানা

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

এশিয়ান আরচ্যারিতে যাচ্ছেন ১৯ বাংলাদেশি

এশিয়ান আরচ্যারিতে যাচ্ছেন ১৯ বাংলাদেশি

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন