ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই হঠাৎই দেশে ফিরেছেন বাংলাদেশ অল রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার মা অসুস্থ থাকার কারণে ভারত থেকে দেশে ফিরেছেন তিনি।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মোসাদ্দেকের মা গুরুতর অসুস্থ। তার অস্ত্রোপাচার করাতে হবে। এ সময় অসুস্থ মায়ের পাশে থাকতে চান মোসাদ্দেক।
দেশের ফিরে অসুস্থ মায়ের জন্য সকলের কাছে দোয়া চাইলেন মোসাদ্দেক। নিজের ভেরিফায়েট ফেসবুক পেইজে অসুস্থ মায়ের একটি ছবি শেয়ার করে সেখানে বিস্তারিত লিখেছেন।
স্ট্যাটাসে মোসাদ্দেক লিখেন, ‘আশা করি, আপনারা সবাই জানেন আমি কেন ভারত থেকে ফিরে এসেছি। আমার আম্মার লিভার ঠিকমত কাজ করছে না এবং তার দ্রুত অপারেশন দরকার। প্রত্যেকে আমার মায়ের জন্য দোয়া করবেন। ক্রিকেট ও বাংলাদেশ দল সবসময় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।’
এদিকে মোসাদ্দেক দেশে ফিরে আসায় টেস্ট সিরিজে তাকে না পাওয়ার শঙ্কাই বেশি রয়েছে। তবে স্কোয়াডে মোসাদ্দেক না থাকলেও একাদশ নির্বাচনে বেগ পেতে হবে না বাংলাদেশকে। কারণ ইন্দোর টেস্টের জন্য সেখানে এখনো ১৪ জন সদস্য রয়েছে। তবে তার পরিবর্তিত খেলোয়াড়ও এখনো নির্বাচন করেনি বিসিবি।
এছাড়া মোসাদ্দেক হোসেনের কুচকির সমস্যাও রয়েছে। এ সমস্যার কারণে গত রোববার টাইগারদের টি-২০ সিরিজের শেষ ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। তবে টেস্ট শুরুর আগে সেটি সেরে যাওয়ার কথা।
স্বাগতিক ভারতের বিপক্ষে এ সিরিজের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করবে বাংলাদেশ। এছাড়া সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিবা-রাত্রির। যা বাংলাদেশ ও ভারতের জন্য নতুন অধ্যায়।