প্রাণ-ডিআরইউ ক্রিকেটে ৪৪ মিডিয়া প্রতিষ্ঠান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০১৯
প্রাণ-ডিআরইউ ক্রিকেটে ৪৪ মিডিয়া প্রতিষ্ঠান

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’। বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট।

১৪ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় এবারের টুর্নামেন্টে মোট ৪৪টি দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৪টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

সোমবার সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক আফজাল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের গ্রুপিং
গ্রুপ-এ: ১. বাংলানিউজ ২৪ ২. আমার সংবাদ ৩. ডেইলি সান ৪. ডেইলি স্টার ৫. মানবজমিন
গ্রুপ-বি: ১. জাগোনিউজ২৪ ২. দিনকাল ৩. ভোরের কাগজ ৪. আজকালের খবর ৫. সময় টিভি
গ্রুপ-সি: ১. চ্যানেল ২৪ ২. সংবাদ প্রতিদিন ৩. আমাদের অর্থনীতি ৪. বার্তা ২৪ ৫. নিউ নেশন
গ্রুপ-ডি: ১. চ্যানেল আই ২. সংগ্রাম ৩. ৭১ টিভি ৪. যায়যায়দিন ৫. যুগান্তর ৬. জনকণ্ঠ

গ্রুপ-ই: ১. আরটিভি ২. ঢাকা টাইমস ৩. জিটিভি ৪. নয়া দিগন্ত ৫. এটিএন নিউজ ৬. কালের কণ্ঠ
গ্রুপ-এফ: ১. ইনকিলাব ২. বাসস ৩. ইত্তেফাক ৪. এসএ টিভি ৫. সমকাল
গ্রুপ-জি: ১. বিডিনিউজ২৪ ২. বাংলাদেশের খবর ৩. রাইজিং বিডি ৪. এনটিভি ৫. সময়ের আলো ৬. একুশে টিভি
গ্রুপ-এইচ: ১. আলোকিত বাংলাদেশ ২. এশিয়ান মেইল ২৪ ৩. আমাদের সময় ৪. ঢাকা ট্রিবিউন ৫. জাগরণ ৬. এশিয়ান টিভি।



শেয়ার করুন :


আরও পড়ুন

মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ

মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ

আরচারির পাশে থাকবে সিটি গ্রুপ

আরচারির পাশে থাকবে সিটি গ্রুপ

ভারতে স্বর্ণ পদক জিতলেন মাহফুজ

ভারতে স্বর্ণ পদক জিতলেন মাহফুজ

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির

সাকিব শক্তভাবে আবার ফিরে আসবে : শিশির