ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’। বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট।
১৪ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় এবারের টুর্নামেন্টে মোট ৪৪টি দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৪টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
সোমবার সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক আফজাল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের গ্রুপিং
গ্রুপ-এ: ১. বাংলানিউজ ২৪ ২. আমার সংবাদ ৩. ডেইলি সান ৪. ডেইলি স্টার ৫. মানবজমিন
গ্রুপ-বি: ১. জাগোনিউজ২৪ ২. দিনকাল ৩. ভোরের কাগজ ৪. আজকালের খবর ৫. সময় টিভি
গ্রুপ-সি: ১. চ্যানেল ২৪ ২. সংবাদ প্রতিদিন ৩. আমাদের অর্থনীতি ৪. বার্তা ২৪ ৫. নিউ নেশন
গ্রুপ-ডি: ১. চ্যানেল আই ২. সংগ্রাম ৩. ৭১ টিভি ৪. যায়যায়দিন ৫. যুগান্তর ৬. জনকণ্ঠ
গ্রুপ-ই: ১. আরটিভি ২. ঢাকা টাইমস ৩. জিটিভি ৪. নয়া দিগন্ত ৫. এটিএন নিউজ ৬. কালের কণ্ঠ
গ্রুপ-এফ: ১. ইনকিলাব ২. বাসস ৩. ইত্তেফাক ৪. এসএ টিভি ৫. সমকাল
গ্রুপ-জি: ১. বিডিনিউজ২৪ ২. বাংলাদেশের খবর ৩. রাইজিং বিডি ৪. এনটিভি ৫. সময়ের আলো ৬. একুশে টিভি
গ্রুপ-এইচ: ১. আলোকিত বাংলাদেশ ২. এশিয়ান মেইল ২৪ ৩. আমাদের সময় ৪. ঢাকা ট্রিবিউন ৫. জাগরণ ৬. এশিয়ান টিভি।