বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ এবং বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন তবে আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।
এদিকে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের এমন নিষেধাজ্ঞায় পাশে দাঁড়িয়েছেন স্ত্রী উম্মে হাসান শিশির। সেখানে সাকিবের এ নিষেধাজ্ঞা নতুন করে শুরু বলেও মন্তব্য করেছেন তিনি।
ফেসবুকের পোস্টে শিশির লেখেন, ‘লিজেন্ডরা রাতারাতি লিজেন্ড হয় না, অনেক ঝড়, অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে হতে হয়। কঠিন সময় আসবে, কিন্তু তারা তা দৃঢ়চিত্তে আলিঙ্গন করে নেবে। আমরা জানি সাকিব আল হাসান কতখানি শক্ত! এ নিষেধাজ্ঞা তার নতুন শুরু।’
তিনি আরও লেখেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় সে (সাকিব) শক্তভাবে আবার ফিরে আসবে। ইনজুরির কবলে পড়ে তাকে বহুবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে, আমরা দেখেছি বিশ্বকাপে সে কীভাবে ফিরে এসেছে। শুধু সময়ের ব্যাপার, আপনারা আমাদের যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত হয়েছি। জাতি হিসেবে আমাদের এ ঐক্যটাই দরকার!’
আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ করার সাকিব আল হাসানের ওপর এ নিষেধাজ্ঞা এসেছে। তবে দোষ স্বীকার করায় সাকিবের ক্রিকেট খেলা থেকে বিরত রাখার শাস্তি এক বছর কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এক বছর পর তিনি আবারও ক্রিকেট খেলতে পারবেন।