সাকিবকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন আসিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৯ অক্টোবর ২০১৯
সাকিবকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন আসিফ

নিজে ফিক্সিংয়ে যুক্ত না হলেও জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করা অভিযোগে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিযোগ প্রমাণিত হলে ১৮ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন সাকিব

জানা গেছে, দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন সাকিব। আন্তর্জাতিক জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ বিষয়ে আইসিসি তথ্য উদ্ধার করেছে।

যদিও এ বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোন তথ্য জানায়নি। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা সাকিব আল হাসানের পক্ষ থেকেও এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় দৈনিকের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের বিভিন্ন দাবি নিয়ে হঠাৎ ধর্মঘটের নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসানের ওপর নিষেধাজ্ঞার খবর মেনে নিতে পারছেন না সাকিব ভক্তরা। ক্রিকেটারদের আন্দোলন এবং সাকিবের এ নিষেধজ্ঞার খবর দুটোই খুব অল্প সময়ের ব্যবধান হওয়ায় ভক্তরা মেনে নিতে পারছেন না।

সাধারণ ভক্তের পাশাপাশি সাকিব ভক্তের তালিকায় বিভিন্ন তারকারাও রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের কণ্ঠশিল্পি আসিফ আকবর অন্যতম। তিনি নিজেও এক সময় ক্রিকেট খেলতেন। সাকিবের এমন খবরে তিনি নিজেও চুপ থাকতে পারেননি। সাকিব ভক্ত আসিফ তাই টাইগার অল-রাউন্ডারকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, সাকিব আল হাসান... বাংলাদেশ ক্রিকেটের সবর্কালের সেরা তুমি... ইতিহাস চেক করো বয়, যুগে যুগে তোমার মত হিরোরাই অসম্মানিত হয়েছে দুনিয়াব্যাপী।’

তিনি আরও লিখেন, ‘তোমরাই ইতিহাস, বাকী সব ইতিহাসের বাইরের প্রেতাত্মা... সাহস রাখো, ধৈর্য্য (ধৈর্য) ধরো...স্যালুট হে বীর... ভালবাসা অবিরাম..।’



শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ হচ্ছেন সাকিব!

নিষিদ্ধ হচ্ছেন সাকিব!

সাকিবের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যাচ্ছে বিসিবি

সাকিবের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যাচ্ছে বিসিবি

সাকিব অধিনায়ক হবে কখনো ভাবেননি হোয়াটমোর

সাকিব অধিনায়ক হবে কখনো ভাবেননি হোয়াটমোর

ভারত সফর বানচালের ষড়যন্ত্র ছিল : পাপন

ভারত সফর বানচালের ষড়যন্ত্র ছিল : পাপন