প্রথা ভাঙতে ভালোবাসেন শাদিয়া বিসেইসো। তিনি শুধু একজন পেশাদার মার্শাল আর্টস অ্যাথলেটই নন, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রথম নারী তিনি।
৩১ বছর বয়সী এই জর্দানিয়ান নারী ফ্লোরিডায় ডব্লিউডব্লিউই’র পারফরমেন্স সেন্টারে ইতোমধ্যে প্রশিক্ষণও শুরু করেছেন। শাদিয়ার আশা, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ শেষ কয়েকদিনের মধ্যেই রিংয়ে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করবেন তিনি।
শাদিয়া ইতোমধ্যেই একজন অভিজ্ঞ পারফরমার। টিভি উপস্থাপক, ভয়েস ওভার আর্টিস্ট ও ইভেন্ট প্রেজেন্টার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
২০১৪ সালে মার্শাল আর্টসে যাত্রা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।
রেসলিং শো’র জন্য বিখ্যাত ডব্লিউডব্লিউইতে সাধারণত সাজানো ম্যাচের আয়োজন করা হয়ে থাকে, যেখানে পারফরমাররা নির্দিষ্ট একটা চরিত্রে স্ক্রিপ্ট অনুযায়ী পারফর্ম করেন।
শাদিয়ার ধারণা রিংয়ে তাকে দেখতে দুই বছর মতো সময় লেগে যেতে পারে।