ইরানের রাজধানী তেহরানে আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি হতে যাচ্ছে অষ্টম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) দুপুরে ঢাকা ছাড়ার কথা অ্যাথলেটিকস দলের।
বাংলাদেশ দলে চারজন অ্যাথলেট ও একজন কর্মকর্তা আছেন। অ্যাথলেটদের সবাই সার্ভিসেস দলের হয়ে খেলছেন। সেনাবাহিনীর সুমি আক্তার ৪০০ ও ৮০০ মিটার ইভেন্টে এবং কামরুল ইসলাম ৮০০ মিটারে লড়বেন। নৌবাহিনীর আল-আমিন লং জাম্পে ও বিমান বাহিনীর ইমতিয়াজ হোসেন লড়বেন শটপুটে।
অ্যাথলেটদের যাওয়া-আসার খরচ দিচ্ছে নিজ নিজ সংস্থা। আর স্থানীয় সুবিধাদি বহন করবে স্বাগতিক দেশ।