মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বৈশাখী টেলিভিশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ এএম, ০৩ অক্টোবর ২০১৯
মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে বৈশাখী টেলিভিশন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বৈশাখী টেলিভিশন। টানা দুই জয়ে কোয়ার্টার নিশ্চিত করে তারা।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কৃত্রিম টার্ফে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৈশাখী টেলিভিশন ৫-০ গোলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) হারায়। একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে দৈনিক যুগান্তর ২-০ গোলে গাজী টেলিভিশনকে ও ঢাকা ট্রিবিউন ৩-২ গোলে মাছরাঙা টেলিভিশনকে পরাজিত করেছে। সময় টিভি উপস্থিত না হওয়ায় নির্দিষ্ট সময় অপেক্ষার পর দৈনিক নয়া দিগন্তকে ২-০ গোলে জয়ী ঘোষণা করেন রেফারি।

এছাড়া গোলশূন্য ড্র হয়েছে ডিবিসি বনাম দৈনিক কালের কণ্ঠ ও বাংলাভিশন বনাম দৈনিক ইন্ডিপেনডেন্টের ম্যাচটি। ১-১ গোলে ড্র করেছে বাংলা টিব্রিউন ও নিউজ ২৪।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএসজেএ’র সভাপতি মোতাহের হোসেন মাসুম, সিনিয়র সহ সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্টের আহ্বায়ক রাকিবুল হাসান, নয়া দিগন্তের ক্রীড়া সম্পাদক কামাল আহমেদ ও বাসসের ক্রীড়া সম্পাদক স্বপন বসু।



শেয়ার করুন :


আরও পড়ুন

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

আলিসা হিলির বিশ্বরেকর্ড

আলিসা হিলির বিশ্বরেকর্ড

ইমার্জিং এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

জাতীয় লিগে বরিশালের হয়ে খেলবেন আশরাফুল

জাতীয় লিগে বরিশালের হয়ে খেলবেন আশরাফুল