স্টেডিয়ামে কোহলির নামে প্যাভিলিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
স্টেডিয়ামে কোহলির নামে প্যাভিলিয়ন

ফাইল ছবি

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। নাম পরিবর্তিত করে রাখা হল সদ্যপ্রয়াত বিজেপি নেতা ও প্রাক্তণ অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে। এছাড়া ওই স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে বিরাট কোহলির নামে।

দিল্লির রাজ্য ক্রিকেট সংস্থা ডিডিসিএ’র প্রাক্তণ সভাপতি ছিলেন প্রয়াত অরুণ জেটলি। ১৯৯৯ সাল থেকে ২০১৩ দীর্ঘ সময় ডিডিসিএ’র সভাপতি থাকা অরুণ জেটলির প্রতি সম্মান প্রদর্শনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই অনুষ্ঠানে দিল্লির বিখ্যাত এ ক্রিকেট মাঠের একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে।

বিখ্যাত এ স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড হওয়ার প্রতিক্রিযায় কোহলি বলেছেন, ‘আজ বাড়ি ফিরে আমার পরিবারকে একটা গল্প শোনাব। মনে করাব ২০০১ সালে একটা টিকিট পেয়ে স্টেডিয়ামে গিয়েছিলাম এবং খেলোয়াড়দের থেকে অটোগ্রাফ নিতে চেয়েছিলাম।’

তিনি আরও বলেছেন, ‘আজ আমার নামে একটা প্যাভিলিয়ন রয়েছে, আমার নামে একই স্টেডিয়ামে, সেটা বিমূর্ত এবং বিরাট সম্মানের।’



শেয়ার করুন :


আরও পড়ুন

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি