সোনার ছেলে রোমান সানা। ফিলিপাইনে চলমান ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে’ রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের সেরা আর্চার ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা মো. রোমান সানা।
মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সানা আজ (শুক্রবার) রিকার্ভ পুরুষ এককের ফাইনালে চায়নার সাই হেংকিকে ৭-৩ সেট পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন।
একক ছাড়াও রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রানার্স আপ হয়ে সিলভার পদক জয় করেছে বাংলাদেশ আরচারি দল। রোমান সান, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া দলটি চায়নার কাছে ৫-৩ সেটে পরাজিত হয়ে সিলভার পদক জয় করেন।
রিকার্ভ মিশ দলগত ইভেন্টেও পদক জিতেছে বাংলাদেশ আরচারি দল। রোমান সানা ও বিউটি রায়কে নিয়ে গঠিত দলটি রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৫-১ সেট পয়েটেন্ট চাইনিজ তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে।