সিলভার ও ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছে আরচারি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯
সিলভার ও ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছে আরচারি দল

কিরগিজস্তানে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক আরচারি টুর্নামেন্টে শেষ পর্যন্ত স্বর্ণ পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ দল।

রিকার্ভ পুরুষ এককে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের তোফাজ্জল হোসেন ৬-২সেট পয়েন্টে স্বাগতিক কিরগিজস্তানের কুরসানালিয়েব উলুকবেকের কাছে পরাজিত হয়েছে। ফলে সিলভার পদক জয় করেন তিনি।

পুরুষ দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন, মো. রেদওযান ও আব্দুল্লাহ আল মামুন) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে।

এছাড়া মিশ্র দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার) ফাইনালে কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবেক ও এসেল শারবেকোভা জুটির কাছে ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করে।

৪টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ আরচ্যারি দল ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ মেডেল অর্জন করে।

এদিকে ২০১৯ এমিয়া কাপ ওয়ার্লড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩ তে অংশ নিতে মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ রাত ২টায় ফিলিপাইনের উদ্দেশ্যে দেশ ছাড়ছে সাত সদস্যের বাংলাদেশ আরচারি দল।

সাত সদস্যের দলে রয়েছেন- আনিসুর রহমাস দীপু (ম্যানেজার), মার্টিন ফ্রেডরিক (কোচ), রিকার্ভ আরচ্যার- রোমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও বিউটি রায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিলিপাইনে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ আরচ্যারি দলের

ফিলিপাইনে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ আরচ্যারি দলের

সংবর্ধনায় সিক্ত রোমান সানা

সংবর্ধনায় সিক্ত রোমান সানা

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

মধুপুরের দুই ‘প্রতিবন্ধী’ স্পেশাল অলিম্পিকে

মধুপুরের দুই ‘প্রতিবন্ধী’ স্পেশাল অলিম্পিকে