অভিকের হাতে কার রেসিংয়ে আবারও গৌরব বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ২৮ আগস্ট ২০১৯
অভিকের হাতে কার রেসিংয়ে আবারও গৌরব বাংলাদেশের

মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান ট্র্যাক সেপাং আন্তর্জাতিক সার্কিটে মালয়েশিয়ান চ্যাম্পিয়নশিপ সিরিজের ৪র্থ রাউন্ডের ২য় রেসে তৃতীয় হয়েছেন বাংলাদেশি অভিক আনোয়ার। প্রথম বাংলাদেশি হিসেবে ফর্মুলা ওয়ান ট্র্যাকের পোডিয়ামে জায়গা করে নিলেন তিনি।

অভিকের কার রেসিং ক্যারিয়ারের তৃতীয় চোখ ধাঁধাঁনো সাফল্য এটি। চলতি সপ্তাহে এ সাফল্য ধরা দেয় তার কাছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ট্র্যাক রেসে (মালযেশিয়ান চ্যাম্পিয়নশিপ সিরিজ এর রাউন্ড ৪ এর দ্বিতীয় রেস) অংশ নিয়ে ৪৮ প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থানটি অলংকৃত করেছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ফর্মুলা ওয়ান ট্র্যাকে নিজের সাফল্যের কথা জানান তিনি।

এছাড়া একটি জাতীয় দৈনিককে অভিক বলেন, ‘এই রেসে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, হংকং, ভারত, জাপান, জার্মানিসহ মোট ৪৮ দেশের কার রেসার অংশ নেন। জাপান প্রথম এবং মালয়েশিয়া হয়েছে দ্বিতীয়। বাংলাদেশের প্রতিযোগী হিসেবে আমি হয়েছি তৃতীয়। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’

অভিকের পরের রেস হবে আগামী ১৫ সেপ্টেম্বর, ভারতের চেন্নাইয়ে। আসরের নাম মাদ্রাজ মোটর রেস ট্র্যাক। এই রেসেও সাফল্য পেতে আত্মবিশ্বাসী তিনি।

এর আগে অভিক গত জুনে বাংলাদেশের জন্য বয়ে এনেছিলেন প্রথম ও ঐতিআসিক এক সাফল্য। ভারতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান টুরিং কার ন্যাশনাল চ্যম্পিয়নশিপ’-এ প্রথম স্থান অধিকার করেন (লাভ করেন উইনিং ট্রফি ও ৫০ হাজার ভারতীয় রুপি)। এটাই তার প্রথম আন্তর্জাতিক সাফল্য। সেই সঙ্গে বাংলাদেশেরও। এরপর জুলাইয়ে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত সেদেশের জাতীয় মোটরস্পোর্ট ইভেন্ট ‘ভোক্সওয়াগন এমিও কাপ’-এ তৃতীয় স্থান অধিকার করেন।

এই প্রতিভাবান রেসার বাংলাদেশে অনুষ্ঠিত একমাত্র মোটর স্পোর্টস প্রতিযোগিতা ‘রালি ক্রস’-এ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে হ্যাটট্রিক বিজয় অর্জন করেন। মুন্সীগঞ্জের বিক্রমপুরের ছেলে, বর্তমানে ঢাকার বনানী নিবাসী ও গাড়ি ব্যবসায়ী অভিক কানাডার টরন্টো ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

তাহলে মেসির পাশেই ফিরছেন নেইমার?

তাহলে মেসির পাশেই ফিরছেন নেইমার?

যশোর জেলা ক্রীড়া সংস্থার কমিটির বিরুদ্ধে এনএসসির তদন্ত

যশোর জেলা ক্রীড়া সংস্থার কমিটির বিরুদ্ধে এনএসসির তদন্ত

ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা