জম্মু ও কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মিতে দু’সপ্তাহের ট্রেনিং শেষ করে গত ১৬ আগস্ট দিল্লি ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। এদিকে ভারত এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ধোনি এই সফরে না থাকায় তার এখন অবসর থাকার কথা। কিন্তু তা কী হলো?
কাশ্মীর থেকে ফিরে ধোনি এবার ব্যস্ত হয়েছেন বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে। ধোনির ম্যানেজার এবং ছোটবেলার বন্ধু মিহির দিবাকর ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আপাতত মুম্বাইয়ে আছেন ধোনি। গ্রিন ভ্যালি স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে ব্যস্ত।
চুলে নতুন ছাঁটও দিয়েছেন ভারতের সাবেক এ অধিনায়ক। টুইটারে নতুন চুলের কাটে ধোনির একটি ভিডিও দেখা গেছে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে দু’মাসের ছুটি নিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ধোনি। তারপর তাঁকে টেরিটোরিয়াল আর্মিতে দু’সপ্তাহের ট্রেনিংয়ের অনুমতি দেয় সেনা। জম্মু ও কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মির ১০৬ ব্যাটেলিয়ানের সঙ্গে ট্রেনিং করেন তিনি। সেই সঙ্গে সীমান্তে পাহারা দেন। সেনাদের উৎসাহও দেন। ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ছিলেন সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি।