সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের তিন সদস্য। গতকাল বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেদী হাসান রানা, জাকির হাসান ও মনির খান।
জানা গেছে, ইমার্জিং ক্রিকেট দলের ক্রিকেটারদের বহনকারী মাইক্রোবাসকে একটি বাস ধাক্কা দিলে তারা আহত হন।
বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের অধিনায়ক হাসিবুল হোসেন শান্ত জানান, সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার পর সাভারের বিকেএসপি থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সাভারে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সবাই ন্যাশনাল একাডেমিতে ফেরেন।
আহতদের মধ্যে পেস বোলার মেহেদী বুকে, জাকির মাথায় এবং মনির পায়ে ব্যথা পেয়েছেন।