ভারতীয় 'উসাইন বোল্ট', ১১ সেকেন্ডে দৌড়ালেন ১০০ মিটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯
ভারতীয় 'উসাইন বোল্ট', ১১ সেকেন্ডে দৌড়ালেন ১০০ মিটার

লেখাপড়া বেশি দূর এগোয়নি। মাত্র ক্লাস টেন পর্যন্ত। দারিদ্রের জন্যই লেখাপড়ায় ইতি টানতে হয়েছে। তবে ছোট থেকেই ভারতের রামেশ্বর গুর্জরের পায়ে গতি ছিল দুর্দান্ত। খালি পায়ে তীরের বেগে ছুটতে পারত সে। গ্রামের মানুষ তার সেই প্রতিভার প্রশংসা করতেন। এই জোরে দৌড়নোর প্রতিভা নিয়েও যে বড় হওয়া যায়, সেই আন্দাজটা তাঁদের কারো ছিল না।

রামেশ্বরের খালি পায়ে রাস্তায় দৌড়ানোর একটা ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়। তাতেই বাজিমাত।১০০ মিটারের দূরত্ব সে পার করল মাত্র ১১ সেকেন্ডে। সেটাও খালি পায়ে। দৌড়নোর জন্য তৈরি বিশেষ জুতা পায়ে থাকলে অথবা রাস্তার বদলে ট্র্যাক হলে সময়টা হয়তো আরও কম লাগতোত।

রামেশ্বরের দৌড়ের সেই ভিডিও দেখেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনিই এর পর সেই ভিডিও দেখার জন্য অনুরোধ করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী কিরেন রিজিজুকে। ক্রীড়ামন্ত্রী তো রামেশ্বরের প্রতিভা দেখে থ!

রিজেজু ভিডিয়ো দেখে রিপ্লাই করলেন শিবরাজ সিং চৌহানকে। লিখলেন, চৌহানজি, এই অ্যাথলিটকে কোনওভাবে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করুন। আমি ওকে দেশের কোনও অ্যাথলেটিক্স অ্যাকাডেমিতে রাখার ব্যবস্থা করে দেবো।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ১৯ বছর বয়সী রামেশ্বরের কাছে এই দৌড় স্বপ্নের মতো হয়ে গেল। রামেশ্বরের দৌড় যাঁরা দেখেছেন তাঁদের অনেকের দাবি, ঠিকঠাক প্রশিক্ষণ পেলে ১০০ মিটার দূরত্ব মাত্র ৯য় সেকেন্ডে পার করার ক্ষমতা রাখে ভারতীয় উসাইন বোল্ট।


 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সোমবার ভারত যাচ্ছে ওমেন্স ইয়ুথ হ্যান্ডবল দল

সোমবার ভারত যাচ্ছে ওমেন্স ইয়ুথ হ্যান্ডবল দল

৮১৮ দিন পর বার্সাকে পেছনে ফেললো রিয়াল

৮১৮ দিন পর বার্সাকে পেছনে ফেললো রিয়াল

হোঁচট খেলো সিটি, জয়ের ধারায় লিভারপুল

হোঁচট খেলো সিটি, জয়ের ধারায় লিভারপুল

মেয়েকে হাফেজ বানানোর স্বপ্ন দেখেন জুনায়েদ

মেয়েকে হাফেজ বানানোর স্বপ্ন দেখেন জুনায়েদ