বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান তার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাব্বির রহমান বৃহস্পতিবার বিকেলে তার মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। যার মাধ্যমে বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে বলে হেসে প্রধানমন্ত্রীকে এরকম আমন্ত্রণ করার কারণ ব্যাখ্যা করেন সাব্বির।
আমন্ত্রণপত্র গ্রহণকালে প্রধানমন্ত্রী জীবনের নতুন ইনিংসে সাব্বিরের সাফল্য কামনা করে তাকে আশির্বাদ করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো তথ্য সাব্বির নিজেই জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন সাব্বির।
তিনি লিখেন, ‘বিয়ের আমন্ত্রণ জানাতে আমার পরিবার যখন গণভবনে, ধন্যবাদ আমার অভিভাবক মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।’
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাব্বির রহমানের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান ২০ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।