বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সোমবার (১২ আগস্ট) রাজধানীসহ সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করবেন।
কোরবানির ঈদকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। সেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানানো ছাড়াও সকলের উদ্দেশে নিরাপদ ও সচেতনতামূলক বার্তা দিয়েছেন।
সাকিব লিখেছেন, ‘উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর ছুটি নিয়েছেন বাঁহাতি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলেননি শ্রীলঙ্কা সফরে। ছুটি নিয়ে মাকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গেছেন সাকিব। সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে সাকিব হজে গিয়েছিলেন গত বছরও। এছাড়া মা এবং স্ত্রী-সন্তান নিয়ে বেশ কয়েকবার ওমরাহ করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।