সারা বছর জীবিকা, শিক্ষাসহ নানা কাজে আমাদের প্রিয়জনদের থেকে দূরে থাকতে হয়। বছরে দুটি ঈদে তাই প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার সুযোগটা কেউ হারাতে চান না। পৌঁছাতে যত কষ্টই হোক প্রিয়জনের মুখটা দেখে সে কষ্ট ভুলে যান সবাই।
কাছের মানুষ, প্রিয়জনদের নিয়ে একইরকম আবেগ কাজ করে ক্রিকেটারদেরও। বছরের বিভিন্ন সময় ট্রেনিং, টুর মিলিয়ে কাছের মানুষদের থেকে প্রায়ই দুরে থাকতে হয় ক্রিকেটারদের। ঈদের সময়টা সে কারণে তারাও চান কাছের মানুষদের সঙ্গে কাটাতে, পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে।
অধিকাংশ ক্রিকেটারই এবার গ্রামের বাড়িতে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সাকিব আল হাসান হজ পালনে সৌদি আছেন, ফলে তার ঈদ কাটছে সেখানেই। আর মাশরাফি এবং তামিমের ঈদ কাটবে ঢাকাতেই।
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ঈদ করবেন তার গ্রামের বাড়ি বগুড়ায়। তার ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ যাবেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
মুশফিক-মাহমুদউল্লাহর মতোই গ্রামের বাড়িতে ঈদ করবেন পেসার রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি। রুবেলের গ্রামের বাড়ি বাগেরহাট আর রাহির সিলেটে।
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গ্রামের বাড়ি খুলনায় এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় নিজের বাড়িতে ঈদ উদযাপন করবেন।