গোটা ক্রিকেট বিশ্ব যখন লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনাল দেখছে ঠিক তখনই হঠাৎ করে মাঠের একেবারে কাছে পৌঁছে যায় স্বল্প বসনের এক নারী। তবে সাথে সাথেই তাকে ধরে ফেলেন নিরাপত্তা কর্মীরা।
পরে জানা যায়, ওই নারী ইউটিউব প্র্যাঙ্কস্টার ভিতালি জোরোবেটস্কিও মা। ভিতালি অবশ্য তার মাকে পাগল বলে আখ্যায়িত করেছেন।
গত মাসে ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ভিতালির প্রেমিকা কিনসে ওয়ালাসস্কি সুইমস্যুট পরে মাঠে ঢুকে পড়েছিলেন। পুরো সুইমস্যুট জুড় ওয়েবসাইটটির নাম লেখা ছিল।
এবারও সেই একই ধরনের ওয়েবসাইটের বিজ্ঞাপন করতে ক্রিকেট মাঠে হানা দিলেন ভিতালির মা এলেনা ভুলিতস্কি।
ওয়েবসাইটের নাম লেখা পোশাকে ঢুকে পড়তে চাইছিলেন লর্ডসের সবুজ ময়দানে। কিন্তু তৎক্ষণাৎ তাকে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। মায়ের এমন কাণ্ড দেখে ভিতালি টুইটও করেছেন। বলেন, ‘আমার মা পাগল’।
এদিকে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সপুার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইংলান্ড। অবশ্য সুপার ওভােরেও ম্যাচটি টাই হয়েছিল, দুদলই ৬ বলে ১৫ রান করে সংগ্রহ করেছিল।
তবে নিয়ম অনুযায়ী ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে ইয়ান মরগানের দল ইংল্যান্ড।