ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে গেলেও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। গতকাল (বুধবার) জমজমাট এক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে আসর থেকে বাদ পড়ে তারা। টান টান উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে লড়াই করেও দলকে বাঁচাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা।
আর সেই শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ভারতীয় সমর্থকের মৃত্যু হয়েছে। এর আগে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর চাঁদপুরের এক কিশোর সমর্থক আত্মহত্যা করেছিলেন। এবার আত্মহত্যার মত বিষয় না ঘটলেও আবেগপ্রবণ সমর্থন হার্ট অ্যাটাকের শিকার হয়েই বিদায় জানিয়েছেন পৃথিবীকে।
নিজস্ব মালিকানায় কলকাতায় একটি ব্যবসা করতেন ৩৩ বছর বয়সী এই যুবক। নিউজিল্যান্ডের বিপক্ষে ধোনি আউট হওয়ার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইতি।
মাইতির অকাল মৃত্যু সম্পর্কে তার পাশের দোকানের মালিক শচিন ঘোষ বলেন, ‘বিকট একটা শব্দ শোনার পর আমরা দৌড়ে যাই তার দোকানের কাছে। গিয়ে দেখি সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এরপর আমরা তাকে খানাকুল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দেখার সঙ্গে সঙ্গেই মৃত ঘোষণা করেন।’