ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকে চার ভারতীয় গ্রেফতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১০ জুলাই ২০১৯
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকে চার ভারতীয় গ্রেফতার

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ চলাকালীন চারজন ‘শিখ’ পন্থী ভারতীয় নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাদের অপরাধ উষ্কানিমূলক বার্তা সম্বলিত টি-শার্ট পরিধান ও রাজনৈতিক ব্যানার বহন করছিলেন তারা।

চলতি বিশ্বকাপে রাজনৈতিক ইস্যুতে বেশ কড়া অবস্থানে আইসিসি। মঙ্গলবার (৯ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচে তারা গ্যালারিতে উষ্কানিমূলক বার্তা সম্বলিত টি-শার্ট গায়ে দিয়েছিলেন এবং রাজনৈতিক ব্যানার বহন করেন।

আরও পড়ুন> ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

রাউন্ড রবিন পর্বে লিডসের হেডিংলিতে আফগানিস্তান-পাকিস্তান ও শ্রীলঙ্কা-ভারত ম্যাচে বিমানযোগে স্টেডিয়াম এলাকায় রাজনৈতিক বার্তা প্রদর্শনে বেশ কড়া পদক্ষেপ নেয় আইসিসি। ওই ঘটনার পর সেমিফাইনালের দুই স্টেডিয়াম ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও বার্মিংহামের এজবাস্টনের আকাশসীমায় ম্যাচ চলাকালীন সময়ে ‘নো ফ্লাইং জোনও’ ঘোষণা করে আইসিসি।

ওই নিষেধাজ্ঞা চলা অবস্থায় মাঠে রাজনৈতিক ইস্যু টেনে জেলহাজতে যেতে হলো এ চারজনকে। তাদের বহনকারী ব্যানার ও টি-শার্টে স্পষ্ট বার্তা ছিল ভারত ও পাকিস্তানের পাঞ্জাব অংশকে শিখদের স্বাধীন রাষ্ট্র ও স্বতন্ত্র ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা।

আরও পড়ুন> বিশ্বকাপে সবাইকে ছাড়িয়ে ‘লজ্জার রেকর্ড’ গড়লো ভারত

শিখ বিচ্ছিন্নতাবাদী ওই চারজনের সম্পর্কে একজন নিরাপত্তা কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গ্রাউন্ড সিকিউরিটি স্টেডিয়ামে যায়। খুব বেশি ঝামেলা না করেই তাদের স্টেডিয়াম থেকে বের করে দেয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের চারজনের পরনে অনুমোদিত নয় এমন টি-শার্ট পরা ছিল ও রাজনৈতিক ব্যানার বহন করছিল।’

এদিকে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিরাট কোহলির দল ভারত। টুর্নামেন্টে ফেবারিট খ্যাতি নিয়ে খেলা শুরু করা ভারতে সেমিতে গিয়ে নিউজিল্যান্ডে বোলারদের কাছে ধরা খেল।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

বিশ্বকাপে সবাইকে ছাড়িয়ে ‘লজ্জার রেকর্ড’ গড়লো ভারত

বিশ্বকাপে সবাইকে ছাড়িয়ে ‘লজ্জার রেকর্ড’ গড়লো ভারত

শামিকে দলে না নেওয়ায় চটেছেন কোচ বদরুদ্দিন

শামিকে দলে না নেওয়ায় চটেছেন কোচ বদরুদ্দিন

ক্রিকেটে এখনো ‘তিন মোড়লের’ প্রাধান্য

ক্রিকেটে এখনো ‘তিন মোড়লের’ প্রাধান্য