অনুশীলনের সময় নারী বক্সারের মৃত্যু!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ০৪ জুলাই ২০১৯
অনুশীলনের সময় নারী বক্সারের মৃত্যু!

প্রতীকি ছবি

অনুশীলন করার সময় অসুস্থ হয়ে মারা গেলেন ভারতীয় জাতীয় পর্যায়ের এক নারী বক্সার জ্যোতি প্রধান (২২)। বুধবার বিকেলে ভবানীপুর ক্লাবে অনুশীলন করছিলেন তিনি।

কলকাতার ভবানীপুর বক্সিং ক্লাবে অনুশীলন করতেন যোগেশচন্দ্র কলেজের ছাত্রী ও বাংলার বক্সার জ্যোতি প্রধান। অনশীলনের সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জ্যোতির সতীর্থরা জানান, বিকেলে পাঞ্চিং ব্যাগ নিয়ে অনুশীলন করছিলেন জ্যোতি। অসুস্থ বোধ করায় বুকে হাত দিয়ে বসে পড়েন। তারা মুখেচোখে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় জ্যোতিকে অজ্ঞান অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১৪৮৯ কোটি টাকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১৪৮৯ কোটি টাকা

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

ইতিহাস গড়ে অলিম্পিকে রোমান সানা

নারীদের হাত ধরে আরচারিতে প্রথম স্বর্ণ পেল বাংলাদেশ

নারীদের হাত ধরে আরচারিতে প্রথম স্বর্ণ পেল বাংলাদেশ

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ভারোত্তোলক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ভারোত্তোলক গ্রেফতার