টাইগারদের জন্য ৫ হাজার হাতে লেখা চিঠি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ৩০ জুন ২০১৯
টাইগারদের জন্য ৫ হাজার হাতে লেখা চিঠি

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড থেকে বাংলাদেশের দূরত্বটা অনেক। তবে ভালোবাসা যখন বাঁধন হারা হয়, তখন এসব দূরত্ব বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।

এমনিতে বাংলাদেশ দল ইংল্যান্ডের মাটিতে যখন খেলছে তখন গ্যালারি সয়লাব লাল সবুজের পতাকাতে। ইংল্যান্ড প্রবাসীরা তো বটেই, দেশ থেকেও অনেকেই গেছেন টাইগারদের সমর্থন যোগাতে। যারা ইংল্যান্ডে যেতে পারেননি তাঁদের পক্ষে টাইগারদের কাছে ভালোবাসা পৌঁছানোর গুরুদায়িত্ব নিয়েছিলেন ক্রিকেট ভক্ত রাবেত খান।

সাত সমূদ্র তেরো নদী পার করে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগারদের শুভকামনা জানানোর এক অভিনব উদ্যোগ নেন রাবেত খান। সমর্থকদের হাতে লেখা চিঠি (টাইগারদের শুভকামনা জানিয়ে) ইংল্যান্ডে পৌঁছানোর উদ্যোগ নেন তিনি।

বিভিন্ন স্কুল, অফিস, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রায় ৫০০০ হাতে লেখা শুভকামনা জানানো চিঠি জোগাড় করে ডিএইচএলে করে ইংল্যান্ডে পাঠান তিনি। বক্সের ওজন হয় প্রায় ২০ কেজি।

চিঠিগুলো ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দলের নিকট পৌঁছে দেবার কাজটি করেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক ও কোচ শহিদুল আলম রতন।

লন্ডন থেকে ৪১০ কিলোমিটার রাউন্ড ট্রিপে যেয়ে দলের নিকট চিঠিগুলো পৌঁছে দেন তিনি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বিসিবি পরিচালক আকরাম খান কিছু চিঠি পড়ে দেখেন।

৫০০০ চিঠির মধ্যে উল্লেখযোগ্য কিছু চিঠি ড্রেসিংরুমে লাগিয়ে রাখা হবে। দলের মিটিংয়ে পড়ে শোনানো হবে বেশ কিছু চিঠি।

টাইগাররা এই ভালোবাসা পেয়ে আরও ভালো পারফরম্যান্স করার প্রেরণা পাবেন এটাই সকল ভক্ত-সমর্থকের চাওয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

আমি সর্বকালের সেরাদের মধ্যে পড়ি সন্দেহ নেই: গেইল

আমি সর্বকালের সেরাদের মধ্যে পড়ি সন্দেহ নেই: গেইল

‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

‘এ’ দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

ভারতে না হলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ বাংলাদেশ

স্টার্ক-বুমরাহদের চেয়ে এগিয়ে সাইফউদ্দিন

স্টার্ক-বুমরাহদের চেয়ে এগিয়ে সাইফউদ্দিন