রোহিতের বিতর্কিত আউট এরই মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। উইন্ডিজের বিপক্ষের ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। সে সময় হালকা আওয়াজ শোনা যাওয়ায় আউটের জোরালো আবেদন করে উইন্ডিজ ক্রিকেটার। তবে মাঠের আম্পায়ার সে আবেদন নাকচ করে দেন।
আউটের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকা উইন্ডিজ দল রিভিউয়ের আবেদন করে। সেখানে বল স্পর্শ হওয়ার ব্যাপারে স্নিকো মিটার ইতিবাচক দেখায়। তবে ব্যাট ও প্যাডের এতটাই কাছে বলটি ছিল যে, খালি চোখে নিশ্চিত করে বলা কঠিন বলটা আসলে ব্যাটে নাকি প্যাডে লেগেছিল। থার্ড আম্পায়ার অবশ্য আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।
আম্পায়ার মাইকেল গফের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না রোহিত।
আর মাঠে যখন রোহিতের আউট নিয়ে তুমুল বিভ্রান্তি, তখনই ক্যামেরায় ধরা হয়েছিল স্ত্রী রিতিকা সাজদেকে। রোহিতকে আউট দেওয়ার সিদ্ধান্তে বেশ চমকে যান তিনি। বিস্মিত হয়ে রোহিতপত্নী বলতে থাকেন ‘হোয়্যাট’! ওই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।