দেশের হয়ে গলফার সিদ্দিকুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছেন আর্চার রুমান সানা। এবার ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে পদক জয় করেছেন। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে এটিই প্রথম বাংলাদেশের প্রথম পদক।
রোববার (১৬ জুন) নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে ৭-১ সেট পয়েন্টে ইতালির নেসপলি মাওরোকে হারিয়েছেন রুমান।
এর আগে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে নতুন ইতিহাস গড়েন রুমান। অর্জন করেছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতাও।
সেমিফাইনালে মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে ৭-৩ সেটে হেরেছিলেন রুমান। কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়েছিলেন তিনি।