বাংলাদেশ ক্রিকেট নিয়ে ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ’ -এ জনপ্রিয় গান গাওয়া কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার বিশ্বকাপ উপলক্ষে গেয়েছেন নতুন আরেকটি গান।
র্যাবিটহোলের পক্ষ থেকে প্রকাশ করা এ গানটি ক্রিকেট নিয়ে আসিফের তৃতীয় গান। এর আগে চলতি বিশ্বকাপ শুরুর আগেই আরও একটি গানের কাজ শেষ করেন তিনি। র্যাবিটহোলের প্রকাশিত গানটির নাম তোমার সাথে দুনিয়া।
বিশ্বকাপ উপলক্ষে আসিফ আকবরের গাওয়া ৩ মিনিট ১৭ সেকেন্ড ব্যাপ্তির এ গানটির লিরিক রচনা করেছেন লেখক ইশতিয়াক আহমেদ। মিউজিক সম্পাদনায় কাজ করেছেন ইমন চৌধুরী।