নেদারল্যান্ডে চলমান ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের রুমান সানা। সেমিফাইনালে ওঠে ২০২০ সালে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। গড়েছেন নতুন ইতিহাস।
বাংলাদেশের হয়ে এর আগে ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছিলেন গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু আর্চার হিসেবে এই প্রথম সরাসরি অলিম্পিকে খেলা যোগ্যতা অর্জন করলেন রুমান সানা।
এদিকে সেমিফাইনালে ওঠে ইতিহাস গড়লেও আর আগাতে পারেননি তিনি। ফাইনালে যাওয়ার পথে রিকার্ভ পুরুষ এককে সানা ৭-৩ সেটে হেরে গেছেন মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে।
কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন রুমান।
প্রি-কোয়ার্টার ফাইনালে রুমান সানা ৬-৪ সেটে দক্ষিণ কোরিয়ার কিম উ জিনকে হারিয়েছিলেন। আর তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছিলেন রুমান।