যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কার্ডিফে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে কার্ডিফে গেলে সেখানে টাইগারদের সংবর্ধনা দেওয়া হয়।
লন্ডন থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) বিকেল পৌনে পাঁচটার (বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা) দিকে কার্ডিফে পা রাখে বাংলাদেশ দল। কার্ডিফে পৌঁছালে বাংলাদেশ সময় রাত ১২টায় টাইগারদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতীমন্ত্রী শাহরিয়ার আলম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাডির্ফে শনিবার (৮ জুন) স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচে একটি জয় ও একটি পরাজয় নিয়ে ২ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ২১ রানে জয় তুলে নিয়ে বিশ্বকাপে টাইগারদের যাত্রা শুরু হয়। ওই ম্যাচে সাকিব-মুশফিকরা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রান করেন।
প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরে গেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করলেও হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় মাশরাফিদের।