ক্রিকেট উপভোগে মাঠে ছিলেন থেরেসা মে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ এএম, ৩১ মে ২০১৯
ক্রিকেট উপভোগে মাঠে ছিলেন থেরেসা মে

বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক ইংল্যান্ড। বৃস্পতিবার (৩০ মে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।

এদিকে সদ্য সাবেক হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে উপস্থিত থেকে খেলা দেখেছেন। রাজনৈতিক যুদ্ধ থেকে ফিরে আসার এক সপ্তাহ পর উপভোগ করলেন ভিন্ন একটি যুদ্ধ। আর সেটি হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের যুদ্ধ।

পার্লামেন্টে বেক্সিট চুক্তির অনুমোদন পেতে তিন দফা ব্যর্থ হওয়ার পর রাষ্ট্র প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফলে বেক্সিটের বোঝা থেকে মুক্ত হন মে।

নির্ভার এই নেতা ওভাল ক্রিকেট মাঠে গিয়েছিলেন ক্রিকেট খেলা উপভোগ করতে। মাঠটি তার বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত।
sportsmail24
উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা তুলে নিয়েছেন বড় ব্যবধানের জয়। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলে বিশ্বকাপের যাত্রা শুভ করেছেন তারা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় জয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড

বড় জয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড

উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

ইংল্যান্ডকে ‘হট ফেবারিট’ বলছেন অস্ট্রেলিয়ার কোচ

ইংল্যান্ডকে ‘হট ফেবারিট’ বলছেন অস্ট্রেলিয়ার কোচ