৩০০ টাকার বিশ্বকাপ জার্সি ১১৫০ টাকা, ব্যবসায়ীদের ক্ষোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৩ মে ২০১৯
৩০০ টাকার বিশ্বকাপ জার্সি ১১৫০ টাকা, ব্যবসায়ীদের ক্ষোভ

প্রথম বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি টাইগারদের বিশ্বকাপ জার্সি বিক্রির শুরু করেছে। তবে জার্সি মূল্য একটু বেশি হওয়াই অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করতে দেখা গেছে। এবার দেশের সকল ক্রীড়া সামগ্রী ব্যবসায়ীরা একত্রিত হয়ে এক সংবাদ সম্মেলন করে জার্সি চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফেকচারার্স এন্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ‘লাল-সবুজ’ এর গৌরবময় জার্সি পড়ে মাঠে নামবে। সারা দেশের মানুষও দেশের গৌরবময় এই লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলা উপভোগ করবেন। জার্সি গায়ে বিশ্বকে ‘বাংলাদেশ’কে চেনাবেন।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শ্রেণির অসাধু কর্মকর্তার হঠকারী সিদ্ধান্ত এবং অনিয়মের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে লাল-সবুজের জার্সি। বিসিবি কাছ থেকে কোনো প্রকার টেন্ডার ছাড়াই টাইগারদের জার্সি তৈরি এবং বিক্রয়ের আদেশ নিয়ে চার সিন্ডিকেট মিলে ৩০০ টাকার জার্সি এখন সাধারণ মানুষের মাঝে ১১৫০ টাকায় বিক্রয় শুরু করেছে।

‘অঞ্জনস’, ‘জেন্টল পার্ক’ ‘স্পোর্টস এন্ড স্পোর্টস’ ও ‘রবিন স্পোর্টস’ এর নাম উল্লেখ করে তিনি বলেন, বিসিবির সাথে চুক্তিবদ্ধ এই চার প্রতিষ্ঠানের জার্সি তৈরি ও বিক্রয়ের পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকায় এই সিন্ডিকেটের দ্বারা দেশের মানুষ চরমভাবে প্রতারিত করা হচ্ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

সিপিএলে দল পেলেন একমাত্র বাংলাদেশি আফিফ

সিপিএলে দল পেলেন একমাত্র বাংলাদেশি আফিফ

একই দলে সিপিএল মাতাবেন গেইল-রাসেল

একই দলে সিপিএল মাতাবেন গেইল-রাসেল

টাইগার ভক্তদের মাশরাফির সতর্কবার্তা

টাইগার ভক্তদের মাশরাফির সতর্কবার্তা